বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স
দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স
ঢাকায় বিপিএলের ফিরতি পর্বে আজ বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। পয়েন্ট টেবিলে উন্নতির লক্ষ্যে জয়ের ধারায় ফেরার প্রত্যয় খুলনার পেসার খালেদ আহমেদের। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। এদিকে বিকেল সাড়ে ৫টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম পর্বে প্রাণ ফিরে পাওয়া বিপিএলে হয়েছে বেশ রানবন্যা। সেখানে খেলা ৮ ম্যাচের ৪টিতেই প্রথমে ব্যাটিং করা দলের স্কোর ছিল ১৭০-এর ওপর। মাঠের ভেতরে জমজমাট খেলা ছাড়াও মাঠের বাইরেও কম নাটক হয়নি।মিরাজ কাহিনী, তাসকিনের ঘটনা বেশ বিতর্ক ছড়িয়েছে ক্রিকেটাঙ্গনে।
একদিন বিরতি দিয়ে আবার মাঠে ফিরছে বিপিএল। ধুমধাড়াক্কা টি-টোয়েন্টি ক্রিকেট যারা ভালোবাসেন, বিপিএল আবারও ঢাকায় ফেরায় তাদের মন খারাপ হতে পারে। কারণটা স্পষ্ট, শুরুর ঢাকা পর্বে রানের দেখাই তো পায়নি দর্শকরা। ৮ ম্যাচের ৩ ইনিংসে ১০০ কিংবা তার কম রানে অলআউট হয়েছে দলগুলো।
৬ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে ৫-এ খুলনা। ঢাকা পর্বে প্রথম ম্যাচের প্রতিপক্ষ তাসকিন-মোসাদ্দেকের সিলেট সানরাইজার্স সবার নিচে। ৪ ম্যাচের তিনটিতেই হেরে আসরে অনেকটা ব্যাকফুটে সিলেটের দলটি। দুদলের সামনেই লড়াইয়ে ফেরার চ্যালেঞ্জ। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও ফিরতে হবে সঠিক পথে। পরপর ২ ম্যাচে হেরে কিছুটা চাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলা দলটি। মিরাজ-আফিফ-নাঈমদের এবারের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যারা ৪ ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে শিরোপার অন্যতম বড় দাবিদার।
কম ম্যাচে অধিক সফলতা নিয়ে তারা এখন পর্যন্ত চাপমুক্ত। দলটির ডাগআউটে দুই মাস্টার মাইন্ড স্টিভ রোডস আর মোহাম্মদ সালাউদ্দিন। ৪ ম্যাচে মাত্র একটিতে হারা ডু প্লেসি-লিটন-মুস্তাফিজদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে চলে এসেছেন মঈন আলীও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষেই বাংলাদেশের বিমান ধরেছেন ওই সিরিজে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করা অলরাউন্ডার। চট্টগ্রাম পর্বের খেলা শেষে ঢাকায় ফিরেছে মঈনের ভিক্টোরিয়ান্স সতীর্থরাও।