শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪
৪১৩ বার পঠিত
বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪

---

ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। রাজধানী কুইটোতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।

সোমবার রাতের টানা বৃষ্টিতে লা গাসকা এবং লা কমুনায় পানির উচ্চতা বেড়ে যায়। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। ভূমিধসে ঘরগুলোয় মাটি ও পাথর ঢুকে পড়ে এবং এতে এলাকার বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

গার্ডিয়ান জানায়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৭ জন।

মেয়র সান্তিয়াগো গার্ডেরাস বলেন, এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহতদের ৪৭ জনের ভেতর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতে ভেসে যাচ্ছে গাছপালা, গাড়ি, ময়লার স্তূপ এবং ইলেকট্রিক থামসহ আরও অনেককিছু। এই স্রোতের ভেতরে ভেসে যাওয়াদের তুলে আনছেন প্রতিবেশিরা।

সোমবারের বৃষ্টিপাত দুই দশকে সর্বোচ্চ।



আর্কাইভ