শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
৩৫৫ বার পঠিত
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

---

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৌদ্ধ ধর্মালম্বীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শহরের শাপলা চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এর আগে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে একটি বিক্ষোভ মিছিল করে তারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত্বরে মনববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনো ধন সম্পত্তি থাকে না, কারোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে তার বিহারেই গত সোমবার দিবাগত রাত কুপিয়ে হত্যা করা হয়।

এ সময় বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এ সময় তিনি বিহারে একা ছিলেন। এ হত্যাকাণ্ডে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।



আর্কাইভ