শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র
১৪৮ বার পঠিত
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র

---

প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না। ঢাকা-ওয়াশিংটনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) নিউ ইয়র্কের কুইন্স এলাকায় এক রেস্টুরেন্টে তহবিল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গ্রেগরি ডব্লিউ মিকস বলেন, আমরা নিশ্চিত করতে চাই, আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয়। আমরা এখনও দেশটির সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।

মিকস একজন প্রখ্যাত আইনজীবী, ১৯৯৮ সাল থেকে তিনি মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও অবরোধ আরোপ করছি না। আমরা একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর অবরোধ আরোপ করেছি, সম্পূর্ণ সংস্থার ওপর নয়। আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।

বাংলাদেশের অভ্যান্তর ও বাইরে থেকে কিছু মানুষ লবিং করছে আরও কর্মকর্তা ও রাজনীতিবিদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের কথায় এটি করব না… এটি সম্ভব না। আমরা সবকিছু খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেব।’

মিকস বলেন, মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যুগুলো দেখতে তিনি এ বছর বাংলাদেশ সফরে আসবেন। তার আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে একটি শুনানির আয়োজন করব।



আর্কাইভ