সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » শারজাহ-চট্টগ্রামে বাংলাদেশ বিমানের নতুন রুট চালু
শারজাহ-চট্টগ্রামে বাংলাদেশ বিমানের নতুন রুট চালু
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহর শারজাহ থেকে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের নতুন রুট চালু হয়েছে। এ রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান। তবে আপাতত পরীক্ষামূলকভাবে ছোট ফ্লাইট দিয়ে এ রুটের যাত্রা শুরু হয়েছে। নতুন এ পথে ফ্লাইট চালু হলেও বিমান ভাড়ার উচ্চমূল্যের কারণে প্রবাসীদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই।
সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শহর শারজাহ এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলবে এখন সপ্তাহে চার দিন। ১৬২ আসনের ফ্লাইটগুলো দুবাই থেকে সরাসরি চট্টগ্রাম আসবে এবং চট্টগ্রাম হয়ে ঢাকায় আসবে। গত ২৬ জানুয়ারি ঢাকা থেকে শারজাহ এয়ারপোর্টে প্রথম ফ্লাইটটি অবতরণ করলেও বিমান কর্তৃপক্ষ ২৯ জানুয়ারি রাতে এর আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। আগামী জুন-জুলাই মাস থেকে সপ্তাহে ৭টি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান।
এ বিষয়ে বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার দিলীপ কুমার বলেন, ২৬ জানুয়ারি থেকে শারজাহ থেকে চট্টগ্রাম যাবে। সপ্তাহে চার দিনই এ ফ্লাইট চট্টগ্রামে চলবে। আমরা আশা করছি, এটি আমাদের জন্য একটি ভালো রুট হবে। মন্ত্রণালয়ের সুপরামর্শে ইতোমধ্যে শারজাহ, দুবাই এবং আবু ধাবি রুটের ভাড়া মোটামুটি একটু সহনীয় করার জন্য সাড়ে ৯ হাজার টাকা কমানো হয়েছে। যে কম অঙ্কের ভাড়া দেওয়া হয়েছে, সেভাড়াটা ঠিকভাবে যাত্রী সাধারণের হাতে পৌঁছাছে কি না, তার জন্য আমাদের ট্রাভেল পার্টনার, ট্রাভেল এজেন্ট ও স্টক হোল্ডার আছেন, আমি আশা করব, তার যাত্রীদের সহযোগিতা করবেন। ন্যায্য ভাড়া নেবেন।
বাংলাদেশে ফ্লাইটের সমস্যা নিয়ে বাংলাদেশ বিমানের দুবাই রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা বলেন, আমাদেন পরিকল্পনা রয়েছে, চট্টগ্রাম থেকে চারটি ফ্লাইট চালানোর। আগে তিনটি ছিল, তবে এখন কমিয়ে দুইটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। মূলত আমাদের সমস্যা হচ্ছে, বাংলাদেশে আমাদের সক্ষমতার চেয়ে চাহিদা বেশি। দুবাই থেকে ঢাকা সিট কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে দুবাই এর ফ্লাইটের ক্ষেত্রে। আমরা চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছি না।
যাত্রীদের চাহিদা অনুযায়ী এই নতুন রুটে অচিরেই সফলতার মুখ দেখবে বলে বিমান কর্তৃপক্ষ মনে করলেও ভাড়া সহনশীলতার মধ্যে না হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের দাবি যতই বিমান চলাচল বাড়ানো হোক না কেন ভাড়া না কমালে তা কোনো উপকারে আসবে না।
দুবাই সিআইপি শেখ ফরিদ বলেন, শারজাহ থেকে বিমানে আসা যাওয়া অনেক সহজ হবে। কিন্তু সব সহজ হওয়ার পরও সব সুখ বিষাদে পরিণত হচ্ছে শুধুমাত্র বিমান ভাড়ার আকাশচুম্বী অবস্থানের কারণে।
শারজাহ-চট্টগ্রাম ও ঢাকা রুটে বিমানের নতুন অপারেশন চালু হওয়ায় গত শনিবার (২৯ জানুয়ারি) স্থানীয় একটি হোটেলে বিমান বাংলাদেশের পক্ষ থেকে ট্রাভেল এজেন্টদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসাইন।