শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেইজিং অলিম্পিকে গণমাধ্যমকর্মীদের জন্য স্লিপ কেভিন
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বেইজিং অলিম্পিকে গণমাধ্যমকর্মীদের জন্য স্লিপ কেভিন
৪২৯ বার পঠিত
সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেইজিং অলিম্পিকে গণমাধ্যমকর্মীদের জন্য স্লিপ কেভিন

---

স্লিপ কেভিনে ঢোকার আগে ফোনে কোড নাম্বার স্ক্যান করে মিলিয়ে নেওয়া হচ্ছে। কোড মিলতেই জ্বলে উঠছে কেভিনের লাইট। দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়লেন এক গণমাধ্যমকর্মী।

মূলত বেইজিং শীতকালীন অলিম্পিক কাভার করতে আসা গণমাধ্যমকর্মীদের ক্ষনিকের প্রশান্তির কথা মাথায় রেখে এমন অভিনব এক স্লিপ কেভিনের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। যেখানে এক বেডে একজন গণমাধ্যমকর্মীর ঘুমানোর ব্যবস্থা আছে। যে এই বেডে ঘুমাবেন রিমোটের মাধ্যমে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন সহজেই। থাকবে ম্যাসাজের ব্যবস্থাও।

সবচেয়ে মজার ব্যাপার হলো মহাকাশের মত শূন্য গ্র্যাভিটিতে হবে পুরো প্রক্রিয়াটি। ফলে যারা এই কেভিনে প্রবেশ করবে তাদের সহজেই চলে আসবে ঘুম। কাজের ফাঁকে ক্ষণিকের জন্য হলেও মিলবে প্রশান্তি।

বেইজিং শীতকালীন অলিম্পিক কাভার করতে আসা এক রিপোর্টার অ্যাঙ্গি টিও বলেন, হ্যালো সবাই। আমি শীতকালীন অলিম্পিক কাভার করতে এখানে এসেছি। একটা লম্বা ব্যস্ততম দিন কাটানোর পর স্লিপ বেডে একটু রিল্যাক্স করতে পেরে খুব ভালো লাগছে।

এদিকে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে যারা অংশ নেবেন তারা পুরোটা সময় থাকবেন বায়োবাবলে। তাই তাদের কথা চিন্তা করে স্থানীয় খাবার সার্ভসহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছে আয়োজক কমিটি। অলিম্পিক ঘিরে কড়া বায়োবাবল ব্যবস্থা থাকলেও গেমস শুরুর আগে অ্যাথলিটসহ একের পর এক অলিম্পিক স্টাফদের শরীরে শনাক্ত হচ্ছে করোনা।

করোনা মহামারির মধ্যেই চীনের বেইজিংয়ে বসতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। গেমস চলাকালে পুরোটা সময় থাকবে কড়া বায়োবাবল ব্যবস্থা। ফলে কোনো অ্যাথলিট কিংবা স্টাফ নিয়ম ভঙ্গ করে বায়োবাবল থেকে বের হতে পারবেন না। আর এ কারণে যারা অলিম্পিকে অংশ নিতে চীনে অবস্থান করবেন তারা উপভোগ করতে পারবেন না চীনের প্রাকৃতিক সৌন্দর্য্য। এছাড়া লোকাল রেস্তোরাঁগুলোতে চীনের ঐতিহ্যবাহী খাবারের স্বাদও কপালে জুটবে না তাদের। অবশ্য বেইজিং অলিম্পিক আয়োজক কমিটি বায়োবাবলে থাকা অ্যাথলিট ও স্টাফদের কথা চিন্তা করে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে।

চীনের ক্যালেন্ডার অনুযায়ী, ১ ফেব্রুয়ারি দেশটির নববর্ষ। এ দিনটা যাতে সবাই উপভোগ করতে পারে সেজন্য বায়োবাবলে থাকা অ্যাথলিট ও অন্য স্টাফদের জন্য লোকাল খাবারের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। চারটি ভিন্ন স্বাদের ডাম্পলিং খাওয়ার জন্য সার্ভ করা হবে অ্যাথলিটদের। সঙ্গে থাকবে স্যুপ ও অন্যান্য খাবার। ঝাংজিয়াকু পাহাড়ের পাদদেশে অলিম্পিকের মিডিয়া সেন্টারে বসে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে করতে সবাই স্বাদ নিতে পারবেন চীনের ঐতিহ্যবাহী এ খাবারের।

এদিকে, গেমস শুরুর এক সপ্তাহও বাকি নেই। কিন্তু এর মধ্যেও থেমে নেই চীনে কোভিড আক্রান্তের সংখ্যা। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী অলিম্পিকের সঙ্গে সরাসরি জড়িত এমন ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন পোল্যান্ডের সম্ভাবনাময়ী অ্যাথলিট নাতালিয়া মালিজেস্কা।



আর্কাইভ