রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে ৫.২ মাত্রার ভূমিকম্প
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচে ৫.২ মাত্রার ভূমিকম্প
ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালের মাঠ।
প্লেট সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে তখন ব্যাট করছিল। ম্যাচের ষষ্ঠ ওভারে ভূমিকম্প কেঁপে ওঠে ওভাল। পরে জানা গেল, ৫.২ মাত্রার সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল স্টেডিয়াম থেকে খুব কাছেই।
ভূমিকম্প যখন হচ্ছে, ম্যাচের সরাসরি সম্প্রচারে তখন দেখা যাচ্ছিল তীব্রভাবে কাঁপছে ক্যামেরার পর্দা। পরক্ষণেই এক ধারাভাষ্যকার বলে বসলেন- বন্ধুরা, আমার মনে হচ্ছে একটা ভূমিকম্প হচ্ছে। আমরা বক্সে বসে সেটা অনুভব করতে পারছি।
খেলোয়াড়রা কিছু না বুঝলেও মাঠের বাইরে থাকা সাপোর্ট স্টাফরা অবশ্য বুঝতে পেরেছিলেন, এবং পরিকল্পনা করেছিলেন মুহূর্তেই মাঠে ঢুকে যাওয়ারও। এমন ভূমিকম্পেও ম্যাচ চলছে, তা নিয়ে বিস্ময়ের শেষ ছিল না দুই দলের কোচিং স্টাফদের।