শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » শিল্পী সমিতি নির্বাচন: দু’পক্ষই আশাবাদী
শিল্পী সমিতি নির্বাচন: দু’পক্ষই আশাবাদী
শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সব প্রস্তুতি সম্পন্ন করেই ভোটগ্রহণ শুরু হয়েছে।
করোনার কারণে প্রতিটি বুথের দূরত্ব নিশ্চিত করা হয়েছে। এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একদিকে আছে কাঞ্চন-নিপুণ। অন্যদিকে মিশা-জায়েদ।
সকাল থেকেই চলছে উৎসবৎমুখর পরিবেশে ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে বিএফডিসির ভেতরে-বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। এরই মাঝে সেখানে উপস্থিত হয়েছেন দুই প্যানেলের সব সদস্য এবং দু’পক্ষই বিজয় নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন।
কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক পদে লড়ছেন নায়িকা নিপুণ। তিনি বলেন, আমার কাছে খুব মজা লাগছে। নির্বাচনী হাওয়া আমাদের দিকেই, যেহেতু পুরো দেশবাসী আমাদের ভোটিং করছে।
আরও পড়ুন: এফডিসিতে ঢুকতে পারবেন ১৭ সংগঠনের সদস্যরাও
এ সময় কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্য চিত্রনায়ক ফেরদৌস বলেন, আনন্দমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে। মনে হচ্ছে সবাই পিকনিক করছি, এমনই একটি পরবেশে ভালোই লাগছে।
অন্যদিকে, মিশা-জায়েদ প্যানেলও জানিয়েছেন তারাও নিজেদের নিয়ে আশাবাদী, তবে এখনো কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: শিল্পী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু
এ বিষয়ে অভিনেতা মিশা সওদাগর বলেন, নির্বাচনী পরিবেশ চমৎকার। দু’পক্ষের সবাই মিলে ভোট চাচ্ছে। মজায় মজায় ভোট দিচ্ছে। এ সময় তিনি আরও জানান, ভোটের হাওয়া কোনদিকে আছে, এখনো বলা যাচ্ছে না, এটা নির্ভর করবে রেজাল্টের ওপর। তবে আমরা আশাবাদী।
এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একদিকে আছে কাঞ্চন-নিপুণ। অন্যদিকে মিশা-জায়েদ। তৃতীয়বারের মতো নির্বাচনে লড়ছে তারা।
নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৪৮২ জন শিল্পী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান।