বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ডিউটি নেই তবু বিমানবন্দরে, ৩০ সোনার বারসহ ধরা
ডিউটি নেই তবু বিমানবন্দরে, ৩০ সোনার বারসহ ধরা
আজ ডিউটি ছিল না। তবুও সাদা পোশাকে বিমানবন্দরে এসেছিলেন নিরাপত্তাকর্মী ইব্রাহিম খলিল। আর সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো সোনার বার পাচারের তথ্য। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০টি সোনারবার। পরে তার দেওয়া তথ্যে আটক করা হয় সৌদি থেকে এসব সোনা নিয়ে আসা এক যাত্রীকে।
বৃহস্পতিবার বিকালে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি নম্বর-৪০৪০ নম্বরের একটি বিমান সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকা আসে। এই ফ্লাইটে সোনারবারগুলো নিয়ে এসেছিলেন কামাল উদ্দিন নামের এক যাত্রী। তার থেকে বারগুলো হাতবদল হয়ে যায় নিরাপত্তাকর্মীর কাছে। ওই নিরাপত্তাকর্মীকে সাদা পোশাকে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০টি সোনারবার। উদ্ধার হওয়ার সোনার বারের ওজন তিন কেজি ৪৮০ গ্রাম।
এ ঘটনায় নিরাপত্তাকর্মী ও ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান জিয়াউল হক।