শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কৃষি বিশ্ববিদ্যালয়কে জোরালো উদ্যোগ নিতে হবে - টেলিযোগাযোগ মন্ত্রী
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কৃষি বিশ্ববিদ্যালয়কে জোরালো উদ্যোগ নিতে হবে - টেলিযোগাযোগ মন্ত্রী
১৬৩ বার পঠিত
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কৃষি বিশ্ববিদ্যালয়কে জোরালো উদ্যোগ নিতে হবে - টেলিযোগাযোগ মন্ত্রী

---

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মৌলিক গবেষণার পাশাপাশি কৃষি খাতের উন্নয়নে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে জোরালো উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডিজিটাল যুগের উপযোগী দক্ষ মানব-সম্পদ গড়ে তোলা না গেলে শিক্ষার মূল লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল যুগের প্রযুক্তি হিসেবে রোবোটিক্স, আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন প্রভৃতি প্রযুক্তি ভবিষ্যতে কৃষি খাতেও ব্যাপকভাবে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আয়োজিত ভার্চূয়্যাাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘টাইমস হায়ার এডুকেশন’র র‌্যাংকিং তালিকায় বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এক হাজার থেকে বারো শ’র মধ্যে স্থান লাভ উপলক্ষ্যে বাকৃবি এ আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ইনিষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাকৃবি’র উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের তাহের এবং মিডিয়া ব্যাক্তিত্ব সুভাষ সিংহ রায় বক্তৃতা করেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: হারুন অর রশীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী কৃষি ভিত্তিক এই দেশে উচ্চতর কৃষি শিক্ষার শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যায়ের গৌরবান্বিত এই অর্জনকে বাংলাদেশের অর্জন হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, বিশে^র হাজার- হাজার উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাকৃবি ১ হাজার থেকে ১২শ’র মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা অসাধারণ একটি বিষয়।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তফা জব্বার বলেন, প্রায় সতের কোটি মানুষের এই দেশটিতে খাদ্যে উদ্বৃত্ত হবার অবস্থানে পৌঁছানোটা বঙ্গবন্ধুর কৃষক ও কৃষির উন্নয়নে গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতার ফসল। বাংলাদেশের এই রূপান্তরে মানব সম্পদ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এবং করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘টাইমস হায়ার এডুকেশন’র র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এই তিনটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে ৯৩টি দেশের প্রায় ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ১ হাজার ৬শ’ ৬২টির তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-‘এসডিজি’ অর্জনের ভিত্তিতে গবেষণা, আউটরিচ এবং শিক্ষণের মানদন্ডে এই তালিকা প্রকাশ করা হয়েছে।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ