শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পদত্যাগ করবেন না বরিস
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পদত্যাগ করবেন না বরিস
১৬৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদত্যাগ করবেন না বরিস

---

লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বিরোধীদের করা পদত্যাগের দাবি উড়িয়ে দেন তিনি। উল্টো আগামীতে দেশের অগ্রগতির জন্য নানা পদক্ষেপ নিয়ে তার সরকার ব্যস্ত রয়েছে বলে জানান বরিস জনসন

বুধবার (২৬ জানুয়ারি) পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনায় তাকে প্রশ্নে জর্জরিত করেন বিরোধীরা। একের পর এক অভিযোগের মুখে বরিস বলেন, তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি।

এদিন পার্লামেন্টে বিরোধীদল লেবার পার্টির নেতা কির স্টার্মার আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান। তবে বিরোধীদের ডাক প্রত্যাখ্যান করেন বরিস।

এ সময় অভিযোগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে আপত্তি জানান বরিস। উল্টো দেশের অগ্রগতির জন্য তার সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।

২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম যুক্তরাজ্যের রাজনীতি। বিরোধ দলের পাশাপাশি নিজ দলেও চরম সমালোচিত হন জনসন। শেষ পর্যন্ত যদি তিনি পদত্যাগ করেন তাহলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।



আর্কাইভ