বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড
ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড
ফ্রান্সে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনে সংক্রমণের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। এই প্রথমবারের মতো সনাক্তের সংখ্যা ৫ লাখ অতিক্রম করে এ রেকর্ড সৃষ্টি হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ইউরোপের অন্য যে কোন দেশের প্রাত্যহিক সর্বোচ্চ আক্রান্তের হারের তুলনায় এ দেশে বর্তমানে আরো বেশি হারে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। দেশটিতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফ্রান্সে বর্তমানে ৩ লাখেরও বেশি করোনা রোগি হাসপাতালে ভর্তি রয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগির এ সংখ্যা সর্বোচ্চ।
করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট অতি সংক্রামক হলেও এর তীব্রতা আগের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে কম বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৪ জন করোনাভাইরাসজনিত কারণে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনে দাঁড়ালো।
সোমবার ফ্রান্সে কোভিড সংক্রান্ত নতুন আইন কার্যকর করার পর আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ এ পরিসংখ্যান প্রকাশ করা হলো।