সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব হলে ‘ফার্স্ট এইড কর্ণার’ চালু
দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব হলে ‘ফার্স্ট এইড কর্ণার’ চালু
জেলায় আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ‘ফার্স্ট এইড কর্ণার’ চালু করা হয়েছে।
হাবিপ্রবি’র গণসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক শ্রীপতি শিকদার আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফার্স্ট এইড কর্ণার’-এর জন্য সংশ্লিষ্ট হল সুপারদের হাতে ওয়েট মেশিন, প্রেসার মাপার মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, অক্সিমিটার, ব্যান্ডেজ প্রভৃতি চিকিৎসা সামগ্রি তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।