শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইয়েমেনের কারাগারে বিমান হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইয়েমেনের কারাগারে বিমান হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের
১৫২ বার পঠিত
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়েমেনের কারাগারে বিমান হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

---

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছেন শুক্রবার। দেশটির একটি কারাগারে চালানো ওই হামলায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছে এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। খবর এএফপি’র।
একটি সহায়তা গ্রুপ জানায়, সাদায় হুতি এলাকার ওই কারাগারে এবং একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলা চালানোয় গুতেরেস হতবাক হয়েছেন। এতে বন্দরনগরী হোদিদায় কমপক্ষে তিন শিশু নিহত হয়।
গুতেরেস বলেন, এ হামলায় সংঘাতপূর্ণ এদেশে ‘অতি গুরুত্বপূর্ণ’ ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তবে তিনি আবুধাবির ওপর হুতি বিদ্রোহীদের চালানো সোমবারের হামলার ঘটনারও নিন্দা জানান।
এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, গুতেরেস সংশ্লিষ্ট সকল পক্ষকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিষিদ্ধ।
এতে বলা হয়, তিনি সামরিক অভিযানের ঝুঁকি থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাদকতা মেনে চলার কথা স্মরণ করে দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নতুন বছরের ভাষণ দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় গুতেরেস সংযুক্ত আবর আমিরাতে হুতিদের হামলাকে ‘দু:খজনক’ এবং ‘মারাত্মক ভুল’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, ‘এই উত্তেজনা বন্ধ করা প্রয়োজন।’



আর্কাইভ