শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » তামিল ছবির শীর্ষ ধনী অভিনেতাদের তালিকা
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » তামিল ছবির শীর্ষ ধনী অভিনেতাদের তালিকা
১৬০ বার পঠিত
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তামিল ছবির শীর্ষ ধনী অভিনেতাদের তালিকা

---

দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলছে ভারতের দক্ষিণী সিনেমার। গল্প, অভিনয় আর নির্মাণ দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলছে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘জয় ভীম’, ‘ডাক্তার’, ‘সর্বপাত্তা পরমবারাই’ এবং ‘নাভারসার’ মতো দুর্দান্ত সিনেমা এবং সিরিজগুলো মনোমুগ্ধ করেছে সবাইকে।

একের পর এক হিট সিনেমার কারণে বাজার বড় হচ্ছে দক্ষিণী শোবিজের। বাড়ছে শিল্পীদের পারিশ্রমিক। সেই সুবাদে আর্থিক অর্জনের জায়গায় অনেক শিল্পী বেশ শক্ত অবস্থানে পৌঁছেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো দক্ষিণের সেরা ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে কোন তারকার কত সম্পত্তির মালিক, সেটি তুলে ধরা হয়েছে।

কমল হাসান
কমল হাসান একজন প্রতিভাবান অভিনেতা এবং বহুমুখী শিল্পী। তার অভিনীত ‘চাচী ৪২০’ সিনেমার জন্যই তিনি বেশ জনপ্রিয় তিনি। হাসান ১০০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

রজনীকান্ত
‘থালাইভা’খ্যাত জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। দক্ষিণের তকমা থাকলেও এ অভিনেতা বলিউডেও সমানভাবে জনপ্রিয়। সিনেমার ‘ঈশ্বর’ হিসেবে তার পূজা করা হয়। রিপোর্ট অনুযায়ী এই তারকা ৫০ মিলিয়ন ডলারের মালিক।

থালাপতি বিজয়
বিজয় এমন একজন অভিনেতা যিনি সাইন করা সিনেমাকে খাঁটি সোনায় পরিণত করেন। তিনি সময়ের সবচেয়ে ধনী তামিল অভিনেতাদের একজন। এমনকি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাও। থালাপতির মোট সম্পত্তির পরিমাণ ৫৬ মিলিয়ন ডলার।

সুরিয়া শিবকুমার
‘জয় ভীম’ সিনেমার সাফল্যের আগেও সুরিয়া দর্শকদের কাখা কাখা, ভারানাম আয়রাম এবং নাভারসা এর মতো সিনেমা উপহার দিয়েছেন। সিনেমা জগতের একজন আইকন এই অভিনেতা। সুরিয়া শিবকুমারের মোট সম্পত্তির পরিমাণ ২৫ মিলিয়ন ডলার।

অজিত কুমার
বহু গুণে গুনান্বিত ‘ভেদালাম’খ্যাত জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। অভিনেতা সর্বদা দুর্দান্ত অ্যাকশন সিনেমা দিয়ে ভক্তদের সামনে হাজির হন। গুণী এই অভিনেতা ২৫ মিলিয়ন ডলারের মালিক।

ধানুশ
অভিনয় দিয়ে জয় করেছেন কোটি মানুষের মন। সম্মান হিসেবে ঝুলিতে জমা হয়েছে বহু অ্যাওয়ার্ড। আদুকালাম, রানজানা ও আসুরানের মতো সিনেমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের অভিনয়ের শক্তি। অভিনেতা হিসেবে তিনি কতোটা দক্ষ। নিজেকে প্রমাণ করেছেন বহুবার। এ তারকার মোট সম্পত্তির পরিমাণ ২০ মিলিয়ন ডলার।

বিক্রম
‘আই’ সিনেমার জনপ্রিয় অভিনেতা বিক্রম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা। এরপর কাজ করেছেন অপিরিচিত, আনিয়ান, কাদারম কোন্দান, রাভান এবং ইরু মুগানের মতো সিনেমায়। জানা গেছে, অভিনেতা ২০ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

কার্তি শিবকুমার
কার্তি শিবকুমার থেরান আধিগারম ওন্দ্রুতে অভিনয়ের জন্য দক্ষিণের ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন। কাদাইকুট্টি সিংগাম, সুলতান, কাতরু ভেলিয়াইদাই এবং ওপিরির মতো সিনেমার জন্য সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেইয়েছিলেন। এই অভিনেতা ১২-১৩ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক।

বিজয় সেতুপতি
‘৯৬’ সিনেমাখ্যাত সেতুপতি তার ক্যারিয়ার থিয়েটার দিয়ে শুরু করেছিলেন। এরপরে সুন্দরপান্ডিয়ান , পিৎজা ,৯৬ ও বিক্রম ভেধার মতো সিনেমায় অভিনয় করেন। যার প্রতিটি সমালোচক এবং দর্শকরা খুব ভালোবেসে গ্রহণ করেছিল। জানা গেছে, অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১২-১৫ মিলিয়ন ডলার।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ