শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা
৪৩৮ বার পঠিত
শনিবার, ২২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

---

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জন্য অবদান রাখতে চান ভিক্টোরিয়ান্সের ব্যাটার ফাফ ডু প্লেসি। অন্যদিকে দলে তেমন তারকা না থাকলেও আন্ডারডগ হিসেবে চমক দিতে চায় সিলেট। দু’দলের ম্যাচটি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয় দুপুর সাড়ে ১২টায়।

বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে ফাফ ডু প্লেসির। যদিও ৩৭ বছর বয়সী এ প্রোটিয়া প্রথমবারের মতো বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন। ফাফকে পেয়ে ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা বেশ অনুপ্রাণিত। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে লড়বে সিলেট সানরাইজার্সের বিপক্ষে। ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং অনুশীলন করার পর, কাটার মাস্টার মোস্তাফিজের সঙ্গে গল্পে মেতে উঠলেন ফাফ ডু প্লেসি। যেখানে নিজের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিলেন ফিজকে।

কাগজে কলমে এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দলের একটি কুমিল্লা। সুনিল নারাইন ও মইন আলীর মত তারকা ক্রিকেটারের সঙ্গে মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, পারভেজ ইমন ও আবু হায়দার রনি আস্থার প্রতিদান দিতে শতভাগ প্রস্তুত। যদিও বিশ্রামে থাকায় আপাতত প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না লিটন দাস।

প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স তারকাসমৃদ্ধ না হলেও তাদের সমীহ করছে কুমিল্লা। ম্যাচের আগের দিন সব বিভাগেই সমান গুরুত্ব দেন স্টিভ রোডস। যেখানে ব্যাটারদের নিয়ে ঘন্টাব্যাপী ঘাম ঝরালেন কোচ সালাউদ্দিন।

এদিকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসরে দলের জন্য অবদান রাখতে চায় ফাফ ডু প্লেসি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, খেলোয়াড় হিসেবে সব কন্ডিশনেই আপনাকে খেলতে হবে। বিগ ম্যাচে চাপ নেয়ার সামর্থ্য থাকা জরুরি। চ্যালেঞ্জ নিতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। বিপিএলে সেরাটা দিতে চাই। আর লক্ষ্য থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।

অন্যদিকে প্রথম ম্যাচকে সামনে রেখে একাডেমির আরেক প্রান্তে অনুশীলন করেছে সিলেট সানরাইজার্স। আসরে অভিজ্ঞ আর তারুণ্য নির্ভর দল গড়েছে সিলেট। মোসাদ্দেক সৈকত, মিঠুন, সোহাগ গাজী, এনামুল বিজয়দের সঙ্গে বিদেশী রবী বোপারা, কলিন ইনগ্রাম ও লেন্ডন সিমন্সরা ব্যাটিং বোলিং করে ইতিবাচক ক্রিকেটের আভাস দিয়েছেন। সেই সাথে তাসকিন-কেসরিক উইলিয়ামস-মুক্তার আলীরা প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে অনুশীলন জোর দেন। দলে তেমন তারকা না থাকলেও, দেশি -বিদেশি অভিজ্ঞদের নিয়ে এবার ম্যাচ বাই ম্যাচ এগোতে চান কোচ মারভিন ডিলন।

একাদশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ইমরুল কায়েস (অধিনায়ক), মুমিনুল হক, আরিফুল হক, মাহিদুল অঙ্কন, শহীদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাত।

সিলেট সানরাইজার্স:
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অলক কাপালী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামাস ও রবি বোপারা।



আর্কাইভ