শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » গোলাগুলির পর ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » গোলাগুলির পর ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ
১৪৭ বার পঠিত
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোলাগুলির পর ৫ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

---

কক্সবাজারের উখিয়ায় গোলাগুলির পর ২৫ কোটির টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী বাজার হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাকা ব্রিজের নিচে অবস্থান নেয়।

‘পরবর্তীতে বৃহস্পতিবার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এমতাবস্থায় টহল দল কৌশলগত অবস্থান নিয়ে জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। তারপর চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহিন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।’

মেহেদী হোসাইন কবির আরও জানান, পরে বিজিবির টহল দল ঘটনাস্থল হতে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিজিবি অধিনায়ক।



আর্কাইভ