বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা
সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৭ জানুয়ারি) সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলা চালায় হুথি বাহিনী। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।
এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালায়। ওই হামলায় পাকিস্তানি ও ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হন। একই সময়ে হুতি বিদ্রোহীরা সৌদি আরবেও অন্তত ৮টি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করেছে সৌদি সমর্থিত জোট।সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।