শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের পাশে কানাডা-যুক্তরাষ্ট্র-ব্রিটেন, রাশিয়াকে হুঁশিয়ারি
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের পাশে কানাডা-যুক্তরাষ্ট্র-ব্রিটেন, রাশিয়াকে হুঁশিয়ারি
৫২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের পাশে কানাডা-যুক্তরাষ্ট্র-ব্রিটেন, রাশিয়াকে হুঁশিয়ারি

---

ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেওয়ার এক বছর পূর্তিতে এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। ইউক্রেনের দিকে আর এক পাও না বাড়াতে সতর্ক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়ে আতঙ্কিত না হতে ইউক্রেনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

রাশিয়া-ইউক্রেন সীমান্তে দিন দিন উত্তেজনার পারদ বেড়েই চলেছে। ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি রুশ সেনাসমাবেশ নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মধ্যেই রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত নিজেদের ঘাঁটিতে হেলিকপ্টার এনেছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনে হামলা ঠেকাতে দেশটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। এরই অংশ হিসেবে ইউক্রেনে এন্টি ট্যাঙ্ক লঞ্চার পাঠিয়েছে ব্রিটেন। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা বার বার অস্বীকার করা হলেও প্রকৃতপক্ষে দু’পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে সীমান্তে দেশ দুটির অব্যাহত মহড়া তাই বলছে।

যুদ্ধের ময়দানের পাশাপাশি কূটনৈতিকভাবেও ইউক্রেনকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা। ইউক্রেন সফরে গিয়ে আবারো দেশটির পাশে থাকার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।

একইদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি।

ভলদমির জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনোই যুদ্ধ চায় না। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় বদ্ধপরিকর। আমরা কখনোই হারব না। এ দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা আমাদের নেই। তাই আমরা আমাদের দেশকে যে কোনো মূল্যে রক্ষা করব।

এদিকে ইউক্রেনে হামলার বিষয়ে আবারো রাশিয়াকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় এক বছর পূর্তি উপলক্ষ্যে এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে শেষ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সীমান্তে রুশ সেনাসমাবেশ ও সম্ভাব্য হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। একইসঙ্গে ইউক্রেনে হামলা হলে তিনিও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন।



আর্কাইভ