বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজী ও সহকারী গ্রেফতার
বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজী ও সহকারী গ্রেফতার
জয়পুরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৫ বছরের এক যুবকের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে আব্দুর রউফ চঞ্চল (৩৮) নামে এক কাজী ও তার সহকারী আমিনুল ইসলাম দুলালকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার পাঁচুর চক গ্রামের বাসিন্দা আব্দুর রউফ চঞ্চল ও একই গ্রামের বাসিন্দা বাকি মিয়ার ছেলে আমিনুল ইসলাম দুলাল।
এ বিষয়ে পুলিশের এসআই সাব্বির হোসেন জানান, ১২ ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে জয়পুরহাট পৌর শহরের টুকুর মোড় এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের সঙ্গে রেজিস্ট্রি মূলে বিয়ে রেজিস্ট্রি করেন আব্দুর রউফ চঞ্চল ও তার সহকারী আমিনুল ইসলাম দুলাল।
ঘটনাটি পরের দিন ওই স্কুল ছাত্রী তার প্রধান শিক্ষককে খুলে বললে এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার বিষয়টি আমলে নিয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার বাদী হয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সদর থানায় বর জাহিদ হোসেন, কাজী চঞ্চল, তার সহকারী দুলাল ও ধানমন্ডি মহল্লার বাসিন্দা অর্থাৎ স্কুলছাত্রীর খালা ফারুক হোসেনের স্ত্রী আমেনা বেগম (৪২) ও তার নানা একই মহল্লার বাসিন্দা মজিবর রহমান ভাদুকে (৫৮) আসামি করে একটি মামলা দায়ের করেন। আর এই মামলায় পুলিশ মঙ্গলবার রাতে রাতে কাজী ও তার সহকারীকে গ্রেফতার করেছে।