শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বড় জয়ের ম্যাচে সালমাদের বিশ্বরেকর্ড
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বড় জয়ের ম্যাচে সালমাদের বিশ্বরেকর্ড
১৭১ বার পঠিত
বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড় জয়ের ম্যাচে সালমাদের বিশ্বরেকর্ড

---

কমনওয়েলথ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৯ জানুয়ারি) কেনিয়ার বিপক্ষে ৮১ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা ওভাল গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটি করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সালমা-জ্যোতিরা করে ১২৫ রান। টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন রিতু মনি। এ ছাড়া সালমা খাতুন এবং মুরশিদা খাতুন করেন যথাক্রমে ৩৩ ও ২৬ রান।

যদিও ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলার মেয়েরা। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন সালমা খাতুন আর রিতু মনি। সপ্তম উইকেট জুটিতে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তারা, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এই উইকেটে বিশ্বরেকর্ড।

এর আগে রেকর্ডটি তাঞ্জানিয়ার দখলে ছিল। ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে ৭২ রানের জুটি গড়েছিলেন তাঞ্জানিয়ার মনিকা পাসকাল আর নাসারা সাইদি।

এদিকে কেনিয়ার বিপক্ষে ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশি বোলার নাহিদা আক্তার। এদিন বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন তিনি। আর এটি দেশের ক্রিকেটে সেরা বোলিং ফিগার। আগের রেকর্ডটি ছিল পান্না ঘোষের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

আগামী ২৪ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এবার আরও একটি নতুন মিশনের সামনে বাংলাদেশ দল। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। এ বছর ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বার্মিংহ্যামে চলবে গেমসের মূল পর্ব। এর আগে মালয়েশিয়ায় শুরু হয়েছে বাছাইপর্বের লড়াই।

বার্মিংহাম যেতে মিশন মালয়েশিয়া জয়ের পথে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া ছাড়াও আছে কেনিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এদের মধ্যে সবার উপরে যে থাকবে সেই সুযোগ পাবে মূল পর্বে অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলার।

২০২১ সালে দাপুটে পারফর্ম করা টাইগ্রেসরা এবার কমনওয়েলথের বাছাইয়েও সে ধারাবাহিকতা ধরে রেখেছে। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে এবার দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে তাণ্ডব ছড়ানো পেসার জাহানারা। সে শূন্যতা পূরণে সামনে থেকে ভূমিকা রাখতে চান জ্যোতিরা।



আর্কাইভ