মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় স্কুলের সীমানা প্রাচীর ধসে শিশুসহ আহত ৩
ফতুল্লায় স্কুলের সীমানা প্রাচীর ধসে শিশুসহ আহত ৩
ফতুল্লার কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সীমানা প্রাচীর ধসে পড়ে এক শিশুসহ তিনি জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে কাশীপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পেছনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, ইউপি কার্যালয়ের পেছনে খালি জায়গায় অস্থায়ী মেলা চলছে। মেলায় কিছু দোকান স্থাপন করা হয়েছে। পাশেই কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
বেলা পৌনে ১২ টায় বিদ্যালয়ের দক্ষিণ পাশের সীমনা প্রাচীর ধসে পড়ে মেলার কয়েকটি দোকানের উপর। এতে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় এক শিশুসহ তিনজন। তাদেও মধ্যে দুই জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির অবস্থা গুরুতর।
এই ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য ডালিম শিকদার ঘটনাস্থলে আসেন। তিনি জানান, বিদ্যালয়ের সীমানা প্রাচীরটি দীর্ঘদিনের পুরোনো দেওয়াল। এটি নাজুক অবস্থায় ছিল। এদিকে অস্থায়ী এই মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ।