শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রিয়ালকে অভিনন্দন জানিয়ে দৃষ্টান্ত বার্সার
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » রিয়ালকে অভিনন্দন জানিয়ে দৃষ্টান্ত বার্সার
১৮৫ বার পঠিত
মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিয়ালকে অভিনন্দন জানিয়ে দৃষ্টান্ত বার্সার

---

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। আর এর পরপরই লস ব্লাঙ্কোসদের অভিনন্দন জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করল বার্সেলোনা।

ইউরোপের ফুটবল অঙ্গনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের সেরা তারকারা দল ছাড়লেও এখনো এল ক্লাসিকো মানেই অন্য রকম উত্তেজনা। স্প্যানিশ সুপার কাপের দ্বৈরথেও দুই দলের লড়াই দেখার সুযোগ হয়েছিল ভক্ত-সমর্থকদের। তবে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় বার্সাকে।

সেই হারের ক্ষত ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রিয়ালকে অভিনন্দন জানিয়েছে বার্সা। কাতালান ক্লাবটির অভিনন্দন বার্তায় বলা হয়েছে, ‘সুপারকোপার শিরোপা জেতার জন্য অভিনন্দন রিয়াল মাদ্রিদ।’

এর আগেও বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আর যার জন্য সমর্থকদের তোপের মুখেও পড়তে হয়েছিল তাদের।

গত রোববার (১৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লুকা মদ্রিচের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা।

ইনজুরি ও করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সৌদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল শিবির। তাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে।স্প্যানিশ সুপার কাপের ৩৮ তম আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা।

গেলবার সেমিফাইনালে এই বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এবার সে আক্ষেপ শিরোপার আলোয় আলোকিত করেছে আনচেলত্তির শিষ্যরা। কোচ হিসেবে মেয়াদ শুরুর পর দলকে আরও একটি শিরোপা উপহার দিলেন তিনি।

ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল শট নেন করিম বেনজেমা। তবে সেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণ তোপে ৩৮তম মিনিটে সাফল্যের দেখা পায় রিয়াল। মদ্রিচের গোলে এগিয়ে যায় মাদ্রিদ।

বিরতির পরও ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট ডিফেন্ডার আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে নিজেই গোলটি করেন ফরাসি স্ট্রাইকার।

ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বিলবাও। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়।



আর্কাইভ