মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » লাখ লাখ ডলার বিএনপি কোথা থেকে পায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর
লাখ লাখ ডলার বিএনপি কোথা থেকে পায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর
বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বিএনপির দেশে রাজনীতি করার অধিকার আছে কি না, সেটাই বড় প্রশ্ন। লাখ লাখ ডলার বিএনপি কোথা থেকে পায়?
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নয়াপল্টনে বিএনপির অফিসের ঠিকানা দিয়ে ১২টি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। বিএনপি প্রতি বছর এজন্য ৫০ হাজার ডলার দেয় নিয়োগ করা ফার্মকে। দুই বছরে তিন মিলিয়ন ডলার দিয়েছে। এর দালিলিক প্রমাণপত্র রয়েছে।
তবে সরকারও সজাগ রয়েছে, যাতে বিদেশে এসব করে বিএনপি ফায়দা নিতে না পারে, বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, লাখ লাখ ডলার বিএনপি কোথা থেকে পায়? এনবিআর, দুদকের পক্ষ থেকে খতিয়ে দেখা উচিত। এছাড়াও নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনেরও এটি খতিয়ে দেখা উচিত।