বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক
ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত আটক
নোয়াখালীর হাতিয়াতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে র্যাব-১১।
আটককৃতরা হলো, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া ৭ নম্বর ওয়ার্ডের আবুল কালাম ওরফে কালোন বেপারীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৩৭) এবং হাতিয়ার চর কিং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আব্দুল হকের ছেলে সোহরাব উদ্দিন (৩২)।
বুধবার রাত হাতিয়া উপজেলার চরগাসিয়া বার আউলিয়ার বাজারস্থ রনজিত চন্দ্র দাসের এমকে ফার্মেসীর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আরও ৫-৬ জন পালিয়ে যায়।
র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান,, নিয়মিত অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় ২টি দেশীয় তৈরি এলজি, শটগানের ৩ টি কার্তুজ, নগদ ৭ হাজার ৫শত টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা পরস্পর যোগসাজসে ঘটনাস্থল এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল ।
তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।