শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » রানির কাছে ক্ষমা চাইল ব্রিটিশ সরকার
রানির কাছে ক্ষমা চাইল ব্রিটিশ সরকার
শোকের মধ্যেও মদের আসর বসিয়ে নাচ-গানে মেতে থাকায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে দেশটির সরকার।
এর আগে টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগের রাতে করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করে মদের আসর বসিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের কর্মীরা।
সাংবাদিকদের জনসনের মুখপাত্র বলেন, এটি অবশ্যই গভীর অনুতাপের। এমন এক সময় ওই মদের আসর বসেছিল, যখন দেশে শোক চলছে। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এ ঘটনায় ক্ষমা চাচ্ছে।
এই বার্তা সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে ৯৫ বছর বয়সী রানির কাছে পাঠানো হয়েছে। তবে বরিস জনসন ব্যক্তিগতভাবে এ নিয়ে রানির সঙ্গে যোগাযোগ করেননি।
এর আগেও বরিস জনসনের বিরুদ্ধে বিধিলঙ্ঘনের অভিযোগ উঠেছে। ২০২০ সালের মে মাসে একটি জনসমাগমে অংশ নেওয়ার প্রেক্ষাপটে চলতি সপ্তাহে তিনি পার্লামেন্টে ক্ষমাও চেয়েছেন। এখন তিনি রাজনৈতিক ও জনগনের ক্ষোভের ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
যদিও ২০২১ সালের এপ্রিলে ডাউনিং স্ট্রিটের পার্টিতে উপস্থিত ছিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমন এক সময় ওই মদের আসর বসেছিল, যখন নিজের স্বামীকে সমাহিত করার প্রস্তুতি নিচ্ছিলেন রানি।
করোনার বিধি লঙ্ঘন এড়াতে তাকে গির্জায় নিঃসঙ্গ বসে থাকতে দেখা গেছে। দেশজুড়ে চলা শোকের মধ্যেও অফিসে পার্টি করার ঘটনায় রাজনৈতিক অঙ্গণে তোলপাড় শুরু হয়েছে।
মদের আসরে নাচ, গান ও অ্যালকোহলে মেতে ছিলেন জনসনের কর্মীরা। একটি সুটকেসে করে স্থানীয় একটি বিপণিবিতান থেকে এসব মদ ডাউনিং স্ট্রিটে নিয়ে আসা হয়েছিল।