শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » প্যাকেটে সার ভরে জরিমানা গুনতে হলো সুমনকে
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » প্যাকেটে সার ভরে জরিমানা গুনতে হলো সুমনকে
১৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যাকেটে সার ভরে জরিমানা গুনতে হলো সুমনকে

---

বাগেরহাটের কচুয়ায় অধিক মুনাফার আশায় খোলা সার প্যাকেটজাত করার অপরাধে বিএডিসির ডিলার আব্দুস সালাম সুমনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জানুয়ারি) রাতে কচুয়া উপজেলার বিশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল এই আদেশ দেন। একইসঙ্গে ট্রলারে থাকা ৯০ বস্তা সার ও খোলা ২৬০০ কেজি সার জব্দ করা হয়।

অর্থ দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সুমন বিএডিসির নিবন্ধিত ইউনিয়ন সারের ডিলার। দীর্ঘদিন ধরে মোংলা বন্দর থেকে খোলা সার এনে প্যাকেটজাত করে বিক্রি করতেন তিনি। বুধবার সন্ধ্যার দিকে বিশখালী নদী সংলগ্ন গোরা খালের মধ্যে ট্রলার রেখে খোলা সার প্যাকেটজাত (বস্তা) করছিল সুমনের শ্রমিকরা। বিষয়টি অন্যায় মনে হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে আসলে অপরাধ স্বীকার করেন বিএডিসি ডিলার আব্দুস সালাম সুমন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল বলেন, ডিলার আব্দুস সালাম সুমন খোলা সার এনে অধিক মুনাফার উদ্দেশ্যে প্যাকেটজাত করছিলেন। এই অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে বস্তাভর্তি খোলা সার ও ট্রলারে রাখা ২৬০০ কেজি খোলা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত সারের স্যাম্পল পরীক্ষার জন্য বিএডিসিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে সারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আর্কাইভ