মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিমানে ১০% ভাড়া কম নেয়ার সুপারিশ
মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিমানে ১০% ভাড়া কম নেয়ার সুপারিশ
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২২ : একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে RT-PCR ল্যাব স্থাপন, যাত্রী সেবার মানউন্নয়ন, লোকবল সংকট, বিমানের সংখ্যা বাড়ানোসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংকট সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বিষয়টির উপর গুরুত্বারোপ করে বলেন বিদেশগামী কর্মীদের বিশেষ করে যাদের নিকট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের ( Smart Card) থাকবে বাংলাদেশ বিমান তাদের কাছ থেকে ১০% ভাড়া কম নেওয়াসহ বিমানের সংখ্যা বাডানোর জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোরও সুপারিশ করা হয়।
বিদেশগামী কর্মীদের (Covid-19) টেষ্টের জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যাব স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন এবং মালয়েশিয়ার শ্রম বাজারের অবস্থা ও নতুন কর্মী প্রেরণের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিগত ১৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কেও কমিটিতে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিয়ন্ত্রণাধীন টিটিসিসমূহে বিভিন্ন পেশার ও সে দেশের ভাষায় দক্ষতা উন্নয়ণ এবং অধিক সংখক প্রশিক্ষিত কর্মী পাঠানোর লক্ষে ইংরেজী ও আরবীসহ জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ান ভাষার ওপর প্রাথমিক জ্ঞান সম্পর্কিত বিষয়ে প্রক্ষিণ দেওয়া হয় মর্মে কমিটিকে অবহিত করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশন চেয়াম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।