শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » যুক্তরাষ্ট্রে করোনায় হাসপাতালে ভর্তির রেকর্ড
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » যুক্তরাষ্ট্রে করোনায় হাসপাতালে ভর্তির রেকর্ড
৫৩১ বার পঠিত
মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে করোনায় হাসপাতালে ভর্তির রেকর্ড

---

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশটিতে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে

ক্রমাগত রোগী বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যে ব্যাপক চাপে রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে এক লাখ ৩২ হাজার ৬৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছরের জানুয়ারিতে এক লাখ ৩২ হাজার ৫১ জনকে মহামারিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডিসেম্বরের শেষ দিক থেকেই হাসপাতালে ভর্তির সংখ্যা স্থিতিশীলভাবে বাড়ছে। গেল তিন সপ্তাহে তা তিনগুণে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে ডেল্টা ধরনকে ছাড়িয়ে এখন ওমিক্রনের প্রকোপ আতঙ্কজনকহারে ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি ডেলওয়্যার, ইলিনয়, মেইন, ম্যারিল্যান্ড, মিসৌরি, ওহাইয়ো, পেনসিলভানিয়া, পুয়ের্তোরিকো, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস, ভেরমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও উইসকনসিনের হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যা রেকর্ড গড়েছে।

ওমিক্রনের উপসর্গ সম্ভাব্য কম ভয়াবহ হলেও সংক্রমণ বেড়ে যাওয়ায় মার্কিন স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে । স্বাস্থ্যকর্মী কম হওয়ায় কোনো কোনো হাসপাতালে অস্ত্রোপচার পক্রিয়াও স্থগিত করা হয়েছে।

গেল ১০ দিনের মধ্যে সাত দিনের গড় সংক্রমণ দ্বিগুণ বেড়েছে। রয়টার্সের টালি অনুসারে, পর পর ছয়দিন গড় আক্রান্ত পাঁচ লাখের ওপর ওঠে গেছে।



আর্কাইভ