সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান এখন এই মুহূর্তে বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে বাসায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সোমবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোন টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সাতদিন পর আবার বসব। পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি কখনো মনে হয় বন্ধ করতে হবে, তখন বন্ধ করে দিব।
আরও পড়ুন: ‘এক’ কারণে বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান!
তিনি বলেন, কিছু শিক্ষার্থী থাকতে পারে যাদের ঝুঁকি বেশি, তাদের প্রতি অনুরোধ তারা অনলাইনে ক্লাস করবেন। তাদের প্রতিষ্ঠানে না আসতে অনুরোধ করেন মন্ত্রী।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯৫ ভাগের বেশি টিকা দেওয়া হয়েছে বলেও জানান ডা. দীপু মনি।