শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » সাতক্ষীরায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেফতার ৬
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » সাতক্ষীরায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেফতার ৬
১৯৮ বার পঠিত
শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

---

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবার পর আশাশুনির খাজরা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে বিজয়ী প্রার্থী শাহনেওয়াজ ডালিমের কর্মী-সমর্থকরা অহিদুলের বাড়িসহ তার কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালায়। গেট ভেঙে তারা অহিদুলের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় ‘জীবন বাঁচাতে’ অহিদুল তার বাড়ির ছাদের ওপর থেকে লাইসেন্সকৃত শর্টাগান দিয়ে ১৭ রাউন্ড রাবার বুলেট ছোড়েন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।

এ সময় অহিদুলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও গুলিসহ অহিদুলকে গ্রেফতার করেন। পরে পুলিশ নবনির্বাচিত চেয়ারম্যান ডালিম ও তার কর্মী-সমর্থকরা অনাধিকারভাবে অহিদুলের বাড়িতে প্রবেশের চেষ্টা ও খুন জখমের হুমকির অভিযোগে তাকেও গ্রেফতার করেন।

আশাশুনি- দেবহাটা সার্কেলর সহকারী পুলিশ সুপার জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নব নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অহিদুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কাঠুরিয়া সেজে অস্ত্র-গোলাবারুদ পাচার, ৪ রোহিঙ্গা আটক

অপরদিকে, বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমসহ তিনিও ১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন।

এই দুই মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওহিদুল ইসলামসহ মোট ৬ জনকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো দলীয় গোষ্ঠিকে প্রধান্য দেওয়া হয়নি, ফোজদারি মামলায় যারাই অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে।



আর্কাইভ