সোমবার, ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » অদ্ভুত কস্টিউম প্রদর্শনী উৎসব
অদ্ভুত কস্টিউম প্রদর্শনী উৎসব
কেউ সেজেছেন জাপানের পৌরাণিক কাহিনীর চরিত্রে, কেউ বা আবার ভুতুড়ে মাস্ক পরে সবাইকে চমকে দিচ্ছেন। চারদিকে চলছে কস্টিউমের খেলা। এ যেন অদ্ভুত এক উৎসব!
সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়ে গেল বিচিত্র কসপ্লে উৎসব ‘ওতাকু যাত্রা’। কসপ্লে শব্দটির উৎপত্তি জাপানে, যার অর্থ পোশাক এবং খেলা। এবারের আয়োজনের স্লোগান ছিল ‘living our dearm, যার বাংলা ভাবানুবাদ ‘আমরা স্বপ্নে বাঁচি’।
এবারের কমিক এবং ফ্যান্টাসি উৎসবে সারা বিশ্ব থেকে শত শত পপ সংস্কৃতির ভক্ত জড়ো হন। ছদ্মবেশী তারকাদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় অনেককে।
মূলত ২০১০ সাল থেকে প্রতি বছরই ব্যতিক্রমী এই কস্টিউম প্রদর্শনী উৎসব ‘ওতাকু যাত্রা’ উদযাপিত হয়ে আসছে। এই আয়োজনে অংশগ্রহণকারীরা গল্প, উপন্যাস, সিরিয়াল কিংবা ভিডিও গেমের বিভিন্ন চরিত্রের বেশে দর্শকদের সামনে এসে হাজির হন। শুধু তাই নয়, এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের তৈরি করা পোশাক প্রদর্শন করতে আসেন কস্টিউম ডিজাইনাররা।
শৈশব থেকে টিভির পর্দায় যাদের দেখে অভ্যস্ত, বাস্তবে তাদের অনুরূপ কাউকে দেখতে পেয়ে দর্শনার্থীদেরও উচ্ছ্বাসের শেষ নেই। আর এ কারণেই সাম্প্রতিক বছরগুলোতে কসপ্লে উদযাপন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।