শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আমরা উপরে নিচে কাউকে চিনতে চাই না : পুলিশ সুপার
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আমরা উপরে নিচে কাউকে চিনতে চাই না : পুলিশ সুপার
৫৮৫ বার পঠিত
রবিবার, ২ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরা উপরে নিচে কাউকে চিনতে চাই না : পুলিশ সুপার

---

জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম বলেছেন, আমি বিগত দুই বছর যাবত আপনাদের জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত আছি। এই দুই বছরে আপনারা একটি উদাহরন দিতে পারবেন না যেখানে আমাদের কোন কর্মকান্ডে কোন পক্ষপাত মুলক ছিলো। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ধাপে নির্বাচন হয়েছে। আপনারা অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন, অনেকেই বলেছিলেন এই নির্বাচনে অনেক সংহিসতার ঘটনা ঘটবে। আপনাদের সকলের সহযোগীতায় নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ করতে পেরেছি।

রোববার (২ জানুয়ারি) দুপুরে নাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের আচরণ বিধিমালা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা জানেন এই সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৫ লক্ষ ১৭ হাজার ৩৫১টি। আমি মনে করি এই সিটি কর্পোরেশনে কমপক্ষে ২০ লক্ষ মানুষ বসবাস করে। আপনারা যারা নির্বাচনে অংশ গ্রহন করতে যাচ্ছেন তাদের মধ্যে সাধারন প্রার্থী আছেন ১৪৮ জন, সংরক্ষিত ৩৪ জন ও মেয়র প্রার্থী ৭জন। মোট ১৮৯ জন

তিনি বলেন, আমি মনে করি এই ২০ লক্ষ লোক ১৬ তারিখ উপলক্ষে তাদের শান্তি, শৃঙ্খলা তাদের আনন্দ উৎসব সব কিছু নির্ভর করে আপনাদের এই ১৮৯ জনের উপরে। এই ১৮৯ জন ও আমরা যারা নির্বাচনের কাজে আছি আমরা সকলে এখন নির্বাচন কমিশনের অধীনে। আমরা ইতিবাচক নারায়ণগঞ্জ চাই। আমরা কোন হানাহানি চাইনা। আমরা অতীতের মত নির্বাচন নিয়ে কোন আশঙ্কার কথা শুনতে চাই না। আমাদের পক্ষ থেকে শতভাগ নিরপেক্ষতা থাকবে।

পুলিশ সুপার বলেন, আমি আজ পর্যন্ত একটিও অভিযোগ পাইনি যে আপনাদের কেউ ভোট চাইতে বাধা দিচ্ছে। আমি আশাকরি আগামী চৌদ্দ দিনও কোন অভিযোগ আসবে না। আপনারা ভোট চাইবেন। যার যেখানে ইচ্ছা ভোট দিবেন। কাউকে ভোটে বাধাগ্রস্ত করবেন না। যদি বাধাগ্রস্থ করেন তাহলে আমদের পক্ষ হতে যা যা করণীয় আমরা তাই করে দেখাবো। আমরা শতভাগ সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন চাই। আমরা উপরে নিচে কাউকে চিনতে চাই না।

তিনি বলেন, ১৮৯ জন প্রার্থীর জন্য আমি ২০ লক্ষ লোকের মনে অশান্তি আনতে দিবো না। যে কোন মুল্যে এই অশান্তি দুর করবো। আপনারা নিজেকে যে যতই পাওয়ারফুল মনে করেন, জনগনের চেয়ে কেউ পাওয়ারফুল না। জনগনের চেয়ে কেউ শক্তিশালী না।

তিনি আরও বলেন, আপনারা সারাদিন একাধিক মাইক বাজাবেন, সারাদিন আপনারা ক্যাম্পপিং করবেন, জনগনকে অশান্তি দিবেন, ভোটার তো মাত্র ৫ লক্ষ। আপনার ২০ লক্ষ লোককে ডিস্টার্ব করে লাভটা কি? আপনাদের নির্বাচন কমিশন যে নিয়ম নীতি দিয়েছে আপনি কয়টা মাইক ব্যবহার করতে পারবেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত মাইক ব্যবহার করতে পারবেন, কয়টি ভোট ক্যাম্প করতে পারবেন, সেই কয়টাই করবেন। তার বাহিরে করলে আমরা আজ থেকে কঠোর থেকে কঠোরতম হবো। বিন্দু মাত্র ছাড় কাউকে দেয়া হবে না।

তিনি বলেন, আপনাদের রাজনীতি আপনারা করবেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারি। আমরা এখন সকলে নির্বাচন কমিশনের হয়ে কাজ করি। নির্বাচন কমিশন আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবো। একটুও পিছুপা হবো না। আপনাদের কাছে অনুরোধ আপনারা অতিতের মত বা আপনাদের অন্যকোন চিন্তা থাকলে আপনারা ভুলে যান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২২ সালে একটি অবাধ নিরপেক্ষ ও একটি মডেল নির্বাচন। আমরা তা নারায়ণগঞ্জ থেকে উপহার দিতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নাসিকের নির্বাচন পরিচালনার রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার প্রমুখ।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ