রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » গেতাফের কাছে হেরে বছর শুরু রিয়ালের
গেতাফের কাছে হেরে বছর শুরু রিয়ালের
ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও পুচকে গেতাফের বিপক্ষে জিততে পারল না রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষে মাঠে ১-০ গোল ব্যবধানে হেরে বছরটা শুরু করল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ইনেশ উনাল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে সফরকারীরা একক আধিপত্য বিস্তার করলেও তাদের আক্রমণের পাল্টা আক্রমণ চালিয়েছে স্বাগতিক গেতাফেও। আর এরই সুবাদে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় গেতাফে। মিলিতাওয়ের অমার্জনীয় ভুলেই গোলটি হতম করে রিয়াল।
এ সময় দারুণ পাসিং ফুটবলে আক্রমণ শানালেও রিয়ালের ডি-বক্সের মুখে গিয়ে বল হারিয়ে ফেলে গেতাফে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও অবিশ্বাস্যভাবে তালগোল পাকালে বল ধরে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তুর্কি স্ট্রাইকার উনাল। এরপর একের পর আক্রমণের পরও গোল পায়নি রিয়াল। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ ব্যবধানেই।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও একইভাবে বল দখলে রেখে খেলতে থাকে রিয়াল। কিন্তু কাজের কাজ করতে পারছিলো না তারা। তবে ৭৬তম মিনিটে দূর থেকে চেষ্টা করেন ক্যাসেমিরো। তবে তার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক দাভিদ সোরিয়া। পরে আর কোনো গোলই হয়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে গেতাফে।
এ জয়ের ফলে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে গেতাফে। আর ম্যাচ হারলেও টেবিলের শীর্ষেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৪৬ পয়েন্ট।