শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি সিরিজ আজ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি সিরিজ আজ
২৬২ বার পঠিত
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি সিরিজ আজ

---

নিউজিল্যান্ড সাদামাটা, বাংলাদেশের পূর্ণ শক্তির দল। নিস্তরঙ্গ সিরিজটাকে রাঙিয়ে দিল বাংলাদেশ দলের উইকেটকিপিং ভাগাভাগির তত্ত্ব। মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের দুই ম্যাচ করে কিপিং করার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় মুখর ক্রিকেটপ্রেমীরা। গতকাল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দাবি করলেন, দেশজুড়ে টক-ঝাল-মিষ্টি আলোচনার খোরাক জোগানো ইস্যুটা অবশ্য দলের মাঝে কোনো প্রভাব ফেলেনি। বিভিন্ন বিভাগে দলের মাঝে তৈরি হওয়া স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ যেমনই হোক নিজেদের জয়ের লক্ষ্যে অবিচল টাইগাররা। অস্ট্রেলিয়া সিরিজের মতো একই রকম জয়ের ক্ষুধা, মানসিকতা নিয়েই খেলবে স্বাগতিকরা। আজ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে হোম সিরিজে বেশ কিছু অর্জনের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। ক্রিকেটের ক্ষুদে সংস্করণে কখনোই কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। আগের ১০ সাক্ষাতেই জিতেছিল কিউইরা। এবার টাইগারদের সুযোগ জয়ের খাতা খোলার। সিরিজের সবকটি ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ের পাঁচে উঠে যাবে মাহমুদউল্লাহ বাহিনী।

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজে তাই উদ্দীপ্ত বাংলাদেশ। জয়ের চেষ্টায় ঘাটতি থাকবে না জানিয়ে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম বল থেকেই আমাদের ভালো ক্রিকেট খেলার যে ইতিবাচক মানসিকতা, যেটা আমাদের অস্ট্রেলিয়া সিরিজে ছিল, যে ক্ষুধার্ত মনোভাব ছিল, সেই জিনিসগুলো খেয়াল রেখে ম্যাচগুলো খেলা উচিত।’

শেষ দুটি সিরিজের ধারাবাহিকতাও দেখতে চান মাহমুদউল্লাহ। ঘরের মাঠের দাপট ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা সব সময় বলি ঘরের মাঠে আমরা খুব ভালো একটা দল। সেটা প্রমাণ করার আমাদের তাগিদ আছে।’ ফরম্যাটটা টি-টোয়েন্টি, তাই ঘটতে পারে যে কোনো কিছু। নিউজিল্যান্ডকে সমীহ করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ওরা খুব ভাল একটা দল। নিউজিল্যান্ড এমন একটা দল যারা খুব ভাল হোমওয়ার্ক করে এবং খুব ডিসিপ্লিনড।’

টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলটাকে দেখে অনেকেই একপেশে একটা লড়াইয়ের ছবি আঁকছেন। ভালো উইকেট থাকলে ও সফরকারীরা জ্বলে উঠলে সিরিজটা জমতেও পারে।



আর্কাইভ