শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ৪৬তম ‘ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন’-এ জায়গা পেলেন ৮ বাংলাদেশি
৪৬তম ‘ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন’-এ জায়গা পেলেন ৮ বাংলাদেশি
বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা-২০২১ এ ১৩টি ট্রেডের মধ্যে আটটি ট্রেডের বিজয়ীকে পুরস্কার দিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। বাকি পাঁচটি ট্রেডে ওয়ার্ল্ড স্কিল ইন্টারন্যাশনালের মান অর্জন না করায় কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি।
বিজয়ীদের ছয় মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তারা আগামী বছর চীনের সাংহাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় (ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন-২০২২) অংশগ্রহণের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবন মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। পুরস্কার হিসেবে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সচিব বলেন, এক সময় দক্ষতার গুরুত্ব দেওয়া হতো না। এখন বিদেশি বিনিয়োগ আসছে। বেসরকারি প্রতিষ্ঠান আসছে, আমাদের উৎপাদন বাড়ছে। এখন আমাদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই।
তোফাজ্জল হোসেন বলেন, একটা সময় আসবে, যখন অদক্ষ মানুষের প্রয়োজনীয়তা দিন দিন হারিয়ে যাবে। যারা উৎপাদন বাড়াতে পারবে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন প্রযুক্তি আসছে, পুরনো আমলে পড়ে থাকলে, পিছিয়ে পড়তে হবে।
‘আমাদের পোশাক শিল্প খাতের বয়স ৪০ বছর হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলোর ম্যানেজারিয়াল পোস্টে বিদেশিরা কাজ করে। প্রতিবছর লাখ লাখ কর্মশক্তি আমাদের শ্রমবাজারে যোগ দিচ্ছে। প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার কারণে তারা কোনো কাজে আসছে না। প্রাইভেট সেক্টরে অনেকেই বলে আমাদের যোগ্য লোক প্রয়োজন, অনেক টাকা বেতন দেবো কিন্তু দক্ষ লোক পাই না।’
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, বিদেশি বিনিয়োগের সুবিধা কাজে লাগাতে চাইলে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার বিকল্প নেই। প্রতিবছর শ্রমশক্তির ২৫ শতাংশ বিদেশে যায়। তারপরেও আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের গড় রেমিট্যান্স কম। কারণ দক্ষ লোক আমরা বিদেশে পাঠাতে পারছি না।
তিনি বলেন, ফ্রিল্যান্সারদের সনদ দেওয়ার গাইডলাইন তৈরি করা হচ্ছে। ৫৯ জনকে সনদ দেওয়ার মাধ্যমে তাদের স্বীকৃতি প্রদান শুরু হবে। আশা করছি, দ্রুত ফ্রিল্যান্সারদের সনদায়নের ব্যবস্থা করতে পারব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।
গত ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি বাংলাদেশ এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভেন্যুতে ‘বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা-২০২১’ অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় ১৩টি ট্রেডে নির্বাচিত ৬৬ প্রতিযোগী অংশগ্রহণ করেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতা-২০২১।