শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নতুন বর্ষবরণে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নতুন বর্ষবরণে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি
৩৪১ বার পঠিত
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বর্ষবরণে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি

---

খ্রিস্টীয় নতুন বছর বরণে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরই মধ্যে ঐতিহ্যবাহী বল ড্রপের মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে করোনার কারণে সীমিত করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশের আয়োজন।

খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটিতে উদযাপনের কেন্দ্রবিন্দু নিউইয়র্কের টাইমস স্কয়ারে সাজ সাজ রব। ঐতিহ্যবাহী ‘বলড্রপের’ মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবেন মার্কিন নাগরিকরা।

পৃথিবীজুড়ে সাড়ম্বরে নতুন বছর বরণ শুরু হয় ৩১ ডিসেম্বর রাত ১২টায়, যা থার্টি ফার্স্ট নাইট নামে পরিচিত। সর্বদক্ষিণে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশ সময় বিকেল ৫টায় সর্বপ্রথম খ্রিস্টীয় নতুন বছর বরণ করে নেবেন নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। এরপরই উদযাপন শুরু করবে অস্ট্রেলিয়ার সিডনিবাসী। সিডনিতে আতশবাজি পোড়ানোর মাধ্যমে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নববর্ষ উদযাপনে মেতে উঠবে অস্ট্রেলিয়া।

ব্রাজিলের রিও ডি জেনিরোর সমুদ্রসৈকতে নববর্ষের সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অন্যতম আকর্ষণ চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শন। তাই আগে ভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে সৈকত কর্তৃপক্ষ।

এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে নববর্ষ উদযাপনে জমায়েত নিষিদ্ধ করেছে ভারত। তবে সীমিত পরিসরে আয়োজন হতে পারে। এ ছাড়া বিধিনিষেধ মেনে জার্মানি, ফ্রান্স, ইতালিসহ ইউরোপের বেশির ভাগ দেশেই বরণ করা হবে খ্রিস্টীয় নতুন বছর।

নতুন বছর যেন সবার জীবনে মঙ্গল ও শান্তি বয়ে আনতে পারে এমনটাই প্রত্যাশা সবার কাছে।



আর্কাইভ