বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » শৈত্যপ্রবাহে কাঁপছে ভারত
শৈত্যপ্রবাহে কাঁপছে ভারত
তীব্র শৈত্যপ্রবাহ আর প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে ভারতের উত্তরাঞ্চল। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা ও বায়ুদূষণ।
হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির কাশ্মীর, উত্তর প্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন শহর।
ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘন কুয়াশায় ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি। দেখে বোঝার উপায় নেই দিন না রাত।
শীতে কাঁপছে গোটা উত্তর ভারত। শৈত্য প্রবাহে তাপামাত্রা কমছে দেশটির বিভিন্ন শহরে। নয়াদিল্লিতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ।
একই অবস্থা দেখা দিয়েছে উত্তর প্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন শহরে। রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। ভারতের অমৃতসরেও শৈত্যপ্রবাহে দাপটে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানচলাচল।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘন কুয়াশার কারণে আমি গাড়ি নিয়ে বাইরে বের হতে পারেনি। গেল কয়েক দিনের তুলনায় কুয়াশা আরও বেড়েছে।
আরেক ভারতীয় বলেন, প্রচন্ড শীত। হিমালয়ের দিকে তুষারপাত হচ্ছে। আবহাওয়া এরকম থাকলে ঠাণ্ডার পরিমাণ আরো বাড়বে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে তুষারপাতের পাশাপাশি দেখা দিয়েছে বৃষ্টি। এতে সেখানকার তাপমাত্রা আরও কমছে, যার প্রভাব পড়েছে ভারতের অন্য রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যে গৃহহীনরা মানবেতর দিন পার করছেন। এরইমধ্যে অসহায়দের সহায়তায় কাজ করছে প্রশাসন।