শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
১৯৩ বার পঠিত
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাতিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

---

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ইয়বাসহ মো. জহির উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের হাতিয়া থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জহির হাতিয়ার পৌরসভার ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে ওই এলাকায় অভিযান চালায কোস্টগার্ডের একটি টিম। অভিযানের এক পর্যায়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের হাতিয়া থানা সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় জহির উদ্দিনকে। পরে তার দেহ তল্লাশি করে ১৬৮ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের ফুয়েল পেপার, ইয়াবা বিক্রির নগদ ২২৫০ পাওয়া যায়।

এদিকে আটক হওয়া জহির উদ্দিনকে হাতিয়া থানায় সোপার্দ করা হয়েছে।

এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, কোস্টগার্ডের হাতে আটক জহির উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।



আর্কাইভ