শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ হতে হবে’
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ হতে হবে’
৪৬৩ বার পঠিত
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ হতে হবে’

---

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ হতে হবে। আমাদের এমন উপজেলা গড়ে তুলতে হবে যেখানে সন্ত্রাস থাকবে না, নেশা থাকবে না।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে শিবচরের চরশ্যামাইল এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ তার বক্তব্যে বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে শিবচরের বিভিন্ন ইউনিয়নকে বাঁচাতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। এই নির্বাচনের আগে শিবচরের কাঁঠালবাড়ীতে এক প্রোগ্রামে এসে প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন-ক্ষমতায় এলে তিনি নদী ভাঙনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সেই কথা অনুযায়ী আড়িয়াল খাঁ নদের ৬ দশমিক ৩০০ কিলোমিটার নদী তীর সংরক্ষণের কাজ শুরু হচ্ছে।

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, শিবচর উপজেলা হবে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য নগরী। শুধু শিবচরের মানুষই নন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই শিবচরে শিক্ষা গ্রহণ করবে। চিকিৎসাসেবা নেবেন। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে চলেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম রেজাউল মোস্তফা কামাল, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান প্রমুখ।

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, সবাই জানে বিএনপি দুর্নীতিবাজ। আবার বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়া, খালেদা জিয়া দেশটাকে লুটেপুটে খাবে। হাওয়া ভবন সৃষ্টি করবে। হাজার হাজার কোটি টাকা বিদেশে মানি লন্ডারিং করবে। আর বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে পদ্মা সেতু হচ্ছে। মেঘনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই হচ্ছে। আমার নির্বাচনী এলাকা শরিয়তপুরসহ চাঁদপুর, এই বৃহত্তর ফরিদপুর হয়ে যাবে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি অংশ।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, আপনারা দেখেন যে প্রায়ই নদী ভাঙন হয়। কিন্তু নদী ভাঙন কেন হয় জানেন ? প্রতিটি এলাকার অসাধু ব্যবসায়ীরা নদ থেকে বালু উত্তোলন করে। নদীর পাড় থেকে বালু উত্তোলন করা হলে নদী ভাঙবেই। তাই আমরা যতই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করি না কেন লাভ হবে না আগে বালু উত্তোলন বন্ধ করতে হবে।

জানা যায়, উপজেলার আড়িয়াল খা নদীর ভাঙন প্রতিরোধ ও নদীর প্রবাহ এবং নাব্যতা স্বাভাবিক রাখতে গত বছরের ২৮ জানুয়ারি একনেক সভায় আড়িয়াল খা নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের অনুমোদন হয়। চলতি বছরের ২৭ মে সরাসরি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন করেন। প্রায় ৩৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির গত ২৩ জুন কার্যাদেশ প্রদান করা হয়।

৬.৩০০ কিমি নদীর তীর প্রতিরক্ষা কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮১ কোটি টাকা ও ১৪.৭৫০ কিমি ড্রেজিং কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৫ কোটি টাকা।

প্রকল্পের আওতায় আড়িয়াল খাঁ নদের বাম তীরে সন্ন্যাসীরচর ইউনিয়নে ২.৮০০ কিমি, বহেরাতলা ইউনিয়নের নদী তীরের ১ কিমি ডান তীরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের ২.৫০০ কিমি পথসহ মোট ৬.৩০০ কিমি নদী সংরক্ষণ কাজ এবং আড়িয়াল খাঁ নদের উৎরাইল হাট বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪.৭৫০ কিমি পথ ড্রেজিং করা হবে। ২০২৩ সালের ৩১ মে তারিখের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ