শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মুশফিকের দলও চূড়ান্ত
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মুশফিকের দলও চূড়ান্ত
৫০৩ বার পঠিত
সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুশফিকের দলও চূড়ান্ত

---

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে মুশফিকুর রহিম খেলেছিলেন বেক্সিমকো ঢাকায় হয়ে। তার ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছিলেন খুলনার হয়ে। এবার মুশফিক গেছেন খুলনায় এবং মাহমুদউল্লাহকে পেয়েছে ঢাকার ফ্রাঞ্জাইসি।

সোমবার (২৭ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফট থেকে মুশফিককে নিয়েছে খুলনা। রিয়াদের পাশাপাশি এবার পঞ্চপাণ্ডবের অন্য দুই সদস্য মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালকে দলে নিয়ে চমক দেখিয়েছে ঢাকা। পঞ্চপাণ্ডবের বাকি একজন অর্থাৎ সাকিব আল হাসান খেলবেন বরিশালের হয়ে।

বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্স বস হিসেবে খ্যাত ক্রিস গেইলও। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই তাকে দলে নিয়েছে বরিশাল। ক্রিস গেইলকে নেওয়ায় বরিশাল যে এবার বাজিমাত করতে যাচ্ছে তা অনুমেয়। কেননা এই দলটিতেই রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের আগেই তাকে দলে নিয়েছিল বরিশালের ফ্রাঞ্জাইসিটি।

সাকিবের পাশাপাশি বরিশাল এর আগে ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেলকে দলে নেওয়ার কথা জানায়। এছাড়া এই দলে আরও আছেন আফগান রহস্য স্পিনার মুজিব উর রহমান এবং লঙ্কান বিস্ময় ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্লেয়ার অ্যাকশানের বাইরে তিন বিদেশি ক্রিকেটার ও একজন করে দেশি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পেয়েছিল প্রতিটি দল। আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে এবারের আসর, ফাইনাল মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু ৩টি। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা।

এবারের আসরে দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৭০ লাখ করে, সর্বনিম্ন ৫ লাখ। বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৬৪ লাখ, সর্বনিম্ন ১৭ লাখ।



আর্কাইভ