রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস
হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোববার (২৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোরে ঘন কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তীব্র ঠান্ডা শুরু হওয়ায় নিম্ন আয়ের মানুষজন কাহিল হয়ে পড়েছে। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য লোকজন রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
উত্তরের এই জনপদে প্রতিদিন বিকেল হতেই অনুভূত হচ্ছে শীত। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হওয়া লোকজনকে শীতের কাপড় জড়িয়ে বের হতে দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ঝরতে থাকা কুয়াশা আর গভীর রাতে আসা উত্তরের হিমেল হাওয়ায় রাতভর শীত লাগে। রাতে মানুষকে লেপ-কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে।
পঞ্চগড় শহরের অজিত কুমার জানান, সন্ধ্যা নামতেই ঠান্ডা বাড়তে থাকে। মোটা কাপড় পরেও ঠান্ডা মানে না। দিনমজুর আতিয়ার জানান, তীব্র ঠান্ডার মধ্যে কাজ করতে কষ্ট হয়। তবুও কাজ করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।