শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আইভীর পক্ষে ভোট চাইলেন এমপি বাবু
আইভীর পক্ষে ভোট চাইলেন এমপি বাবু
নারায়ণগঞ্জ ২ আসনের (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নির্বাচন কমিশনের আচরণবিধির তোয়াক্কা না করে আওয়ামীলীগের বিজয় সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এ দেশের খেটে খাওয়া মানুষের একমাত্র ঠিকানা। তিনি বার বার আমাদের প্রিয় নেতা আলী আহমদ চুনকা সাহেবের মেয়ে ডঃ সেলিনা হায়াৎ আইভী কে মনোনয়ন দিয়েছেন। আমাদের তাকে জয়ী করতে হবে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে দেওভোগের রাসেল পার্কে আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এসময় বাবু বলেন, বিজয় দিবসের আলোচনাকে সফল স্বার্থক করতে হবে। বার বার নৌকায় ভোট দিয়ে নারায়ণগঞ্জকে উন্নয়নের শহরে রুপ দিতে হবে।
তিনি আরও বলেন, আপনাদের প্রতি আমার আহ্বান বার বার নৌকায় ভোট দিয়ে আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশের মেহনতী মানুষের জন্য তাকেই দরকার।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগে শেখ রাসেল পার্কে আওয়ামীলীগের বিজয় সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে এ সমাবেশ নিয়ে ইসিতে অভিযোগ দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। তাদের তীব্র প্রতিবাদ ও অভিযোগের মধ্যেই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এই সমাবেশ হচ্ছে বলে অভিযোহ তাদের।