শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » অপপ্রচারে কান দেবেন না, বললেন আইভী
অপপ্রচারে কান দেবেন না, বললেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের ২৭টি ওয়ার্ডের মধ্যে যতগুলো কবরস্থান আছে সবগুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত জায়গা রেখেছি। আমি আপনাদের বাড়ির ট্যাক্স ও পানির বিল অনেক আগে মওকুফ করে দিয়েছি।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বন্দরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, আনোয়ার কাকা (মহানগর আওয়ামীলীগের সভাপতি) যেদিন আমাকে সমর্থন দিলেন সেদিন একটা বক্তব্যে বলেছিলাম ‘আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন ‘জয় বাংলা বলতে পারি, আমার শেষ ঠিকানা যেন হয় শেখ হাসিনা ও বঙ্গবন্ধু।’ অর্থাৎ আমি বলতে চেয়েছি আমার জীবনের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ করবো। এখান থেকে পিছপা হবো না। এ বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সাতটা মসজিদ করেছি। আমার বাবার কাছ থেকে যে জায়গাটা পেয়েছি সেটা মাদরাসায় দিয়েছি। যেখানে ইসলামের জন্য এতো কাজ করেছি সেখানে আমাকেই কাফের ফতোয়া দেয়। আমি আপনাদের সন্তান, ভুলত্রুটি হতেই পারে। ভুল হলে বলবেন। কিন্তু অপপ্রচারে কান দেবেন না।
আইভী আরও বলেন, কাজ করতে যেয়ে আমি কখনও দলমত দেখিনাই। দলমতের উবের্ধ উঠে কাজ করেছি। ট্যাক্স আপনারা সকলেই দেন। তাই রাস্তা করার সময় চিন্তা করি নাই আওয়ামীলীগ হাটবে না বিএনপি হাটবে। মাঠটা কারার সময় চিন্তা করি নাই কে খেলবে আওয়ামীলীগ না বিএনপি। সকলের জন্য সমান ভাবে কাজ করেছি। তাই সকলে আমার জন্য সমান ভাবে দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপু প্রমুখ।