শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » শীতের তীব্রতা বাড়বে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর
শীতের তীব্রতা বাড়বে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর
গত তিন-চারদিনে শীতের অনুভূতি পাওয়া গেলেও আবার বিদায় নিয়েছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড় ছাড়া দেশের কোথাও আর শৈত্যপ্রবাহ নেই। তবে, সন্ধ্যার পর হালকা শীত থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকছে মাঝারি কুয়াশা। আপাতত শীত বাড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (২৫ ডিসেম্বর) উত্তরের উপজেলা তেঁতুলিয়া ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবারও তাপমাত্রা কমবে। এতে শৈত্যপ্রবাহ ফিরে আসবে না, তবে শীতের অনুভূতি বাড়বে। আকাশে মেঘ ও ঘন কুয়াশা পর্যায়ক্রমে বাড়তে পারে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমে জানান, বঙ্গোপসাগর থেকে আসা মেঘের কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি রয়ে গেছে। যদিও এখন শীত অনেকটাই কমে গেছে। তবে, সামনের দিনগুলোতে দেশের উত্তরাঞ্চলে শীত আস্তে আস্তে বাড়বে। এসময় রাজধানীর তাপমাত্রা ও শীত প্রায় একই রকমের থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি।