শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » মুরগির দাম আকাশ ছোঁয়া, বেড়েছে মাছের দামও
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » মুরগির দাম আকাশ ছোঁয়া, বেড়েছে মাছের দামও
২২৯ বার পঠিত
শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুরগির দাম আকাশ ছোঁয়া, বেড়েছে মাছের দামও

---

ঊর্ধ্বমুখী মুরগির বাজারে সপ্তাহ ব্যবধানে দেশি ও সোনালীর দাম বেড়েছে ৩০-৪০ টাকা। চাহিদা বাড়ায় বেড়েছে ব্রয়লারের দামও।

একই অবস্থা ইলিশসহ সব মাছের। সবজির দাম নিয়ে একেক দোকানির দাবি একেক রকম। ছুটির দিন বাড়তি দামের চাপে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর মুরগির বাজারে; তেমনি চাহিদা বাড়ায় চাপ বেড়েছে বিয়ে-শাদি, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে। এতে লাগাতার বাড়ছে দেশি-সোনালী ও ব্রয়লার মুরগির দাম।

মুরগির ব্যবসায়ীরা বলেন, শীতকালে প্রচুর অর্ডার থাকে। যার কারণে দাম কিছুটা বেড়েছে।

দাম বৃদ্ধির দৌরাত্ম্য রয়েছে নানা প্রজাতির মাছ। নদীর মাছের দাম বেড়েছে কেজিতে ১শ’ আর চাষেরগুলোর বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে কেজি ওজনের একহালি ইলিশের দাম বেড়েছে ১ হাজার টাকা।

মাছ ব্যবসায়ীরা বলেন, সব মাছের দাম বেড়েছে। ৫০ থেকে ১০০ টাকার মত বেড়ে গেছে।

সবজি বাজারে কোনো বিক্রেতা দাম কমের দাবি করলেও অন্য দোকানি জানান ভিন্ন মত।

রাজধানীর বাজারে সব ধরনের ডিম বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই।



আর্কাইভ