শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » ওমিক্রনে বিপর্যস্ত বিশ্ব
ওমিক্রনে বিপর্যস্ত বিশ্ব
করোনার নতুন ধরন ওমিক্রনে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে প্রতিদিন হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। ভারতেও ওমিক্রন শনাক্তের সংখ্যা বাড়ছে।
দেশটির মধ্যপ্রদেশ অঙ্গরাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এমনকি এ পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে জরুরি এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, যুক্তরাজ্যের একটি গবেষণা সংস্থা বলছে, ওমিক্রনে আক্রান্তের হার বাড়তে থাকলেও রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেল্টার চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কম।
অন্য ধরনগুলোর তুলনায় ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ডেল্টার চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কম। যুক্তরাজ্যের সরকারি সংস্থা হেলথ সিকিউরিটি এজেন্সির এক গবেষণায় এ নতুন তথ্য উঠে এসেছে।
গবেষণা বলছে, ডেল্টার তুলনায় ওমিক্রন আক্রান্তদের ইমারজেন্সিতে ভর্তি হওয়ার ঝুঁকি ৪৫ ভাগ কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম ৭০ ভাগ। একদিন আগেও এই ঝুঁকি ডেল্টার চেয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ কম বলে জানিয়েছিলো লন্ডন ইমপেরিয়াল কলেজ প্রকাশিত এক গবেষণা।
করোনার ওমিক্রন ধরনে দিশেহারা যুক্তরাজ্য। প্রতিনিয়ত বাড়ছে শনাক্ত ও মৃতের সংখ্যা। করোনায় বুধবারের তুলনায় বৃহস্পতিবার মৃত্যু কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৮৯ জন।
ভারতেও বাড়ছে ওমিক্রনসহ করোনায় আক্রান্ত রোগী। দেশটির তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, মুম্বাইয়ে প্রতিনিয়ত বাড়ছে শনাক্তের সংখ্যা। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে জরুরি এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, টেস্টিং, টিকা কার্যক্রম জোরদারের পাশাপাশি নানা বিধিনিষেধ আরোপের জোরালো আহ্বান জানান তিনি। করোনায় বিপর্যস্ত স্পেন, সুইডেন, নরওয়েসহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে ওমিক্রন ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ জোরদার করছে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র।