মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠক
ঢাকা, ৩১ আগস্ট, ২০২১ : একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ হকি ফেডারেশন এর সার্বিক কার্যক্রম এবং ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম রিপোর্ট সংসদে উপস্থাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এবং কত দিন যাবত কর্মরত রয়েছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বাংলাদেশে সম্প্রতি সময়ে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ক্রিকেট খেলায় প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি অভিনন্দন পত্র প্রেরণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম রিপোর্ট সংশোধন সাপেক্ষে পরবর্তী অধিবেশনে উপস্থাপনের বিষয়টি কমিটি কর্তৃক সিদ্ধান্ত হয়।
এছাড়াও বৈঠকের শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁদের উদ্দেশ্যে কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কমিটির সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল, আব্দুস সালাম মূর্শেদী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পক্ষে তার প্রতিনিধি বক্তব্য রাখেন এবং তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনসহ মোনাজাত করা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।