শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসি-রামোসদের নিয়েও বড় পরীক্ষায় ব্যর্থ পিএসজি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসি-রামোসদের নিয়েও বড় পরীক্ষায় ব্যর্থ পিএসজি
১৮৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেসি-রামোসদের নিয়েও বড় পরীক্ষায় ব্যর্থ পিএসজি

---

লিওনেল মেসি ও সার্জিও রামোসদের একাদশে রেখেও জয় পেতে ব্যর্থ হলো পিএসজি। লিগ ওয়ানে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) লরেন্তের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র, পিএসজির আলোচিত দুই তারকাই ছিলেন না করেন্তের বিপক্ষে ম্যাচে। নেইমার রয়েছেন ইনজুরিতে, এমবাপ্পে নিষিদ্ধ। যে কারণে লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও উইনাল্ডামদের নিয়ে একাদশ সাজান পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। শুরুর একাদশে ছিলেন সার্জিও রামোসও। ফলে এমবাপ্পে-নেইমার ছাড়া ম্যাচটা মেসি-রামোসের জন্য ছিল বড় পরীক্ষাস্বরূপ। সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তারা।

লরেন্তের মাঠে আধিপত্য ধরে রেখে খেললেও প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়ে পিএসজি। ৪০তম মিনিটে থমাস মোনকন্দুইতের গোলে লিড নেয় স্বাগতিক দল। পিএসজি আরেকটি ধাক্কা খায় ম্যাচের ৮৬তম মিনিটে। এবার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রামোস।

পিএসজি সমতাসূচক গোলটি করে ম্যাচের যোগ করা সময়ে, যা আসে মাউরো ইকার্দির পা থেকে। এ ড্রয়ের পরও অবশ্য টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ফরাসি জায়ান্টরা। ১৯ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা নিচের পয়েন্ট ৩৩।

লরেন্তের বিপক্ষে ড্র করলেও এর আগে টানা তিন ম্যাচে জিতেছে পিএসজি। এ ম্যাচের আগে লিগ কাপে হারিয়েছে ফিগনিসকে। সে ম্যাচে কোচ মাউরিসিও পচেত্তিনো বিশ্রামে রেখেছিলেন লিওনেল মেসিকে। যথারীতি ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। এমন দুই তারকার অনুপস্থিতি বুঝতে দেননি এমবাপ্পে। ফিগনিসকে ৩-০ গোলে হারাতে জোড়া গোল আসে তার পা থেকে। আরেকটি গোল করেন ইকার্দি।

১৯ ডিসেম্বর ফিগনিসের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ফিগনিস গোলরক্ষক। ১২ মিনিটে সার্জিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ১৬তম মিনিটে এসে ভুল করে বসে ফিগনিস। এমবাপ্পেকে আটকাতে গিয়ে ডি বক্সে ফাউল করে বসে ফিগনিস ডিফেন্ডার। যার সুবাদে পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করেন।

৩১ মিনিটে ফের বিপজ্জনক জায়গায় এমবাপ্পেকে ফেলে দেয়। তবে এবার নিজে পেনাল্টিতে গোল না করে গোল করার সুযোগ করে দেন ইকার্দিকে। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন সেই এমবাপ্পেই।



আর্কাইভ