বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » চীনে প্রবেশে বাধা যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার
চীনে প্রবেশে বাধা যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার
শিনজিয়াং ইস্যুতে ফের বাড়ছে উত্তেজনা। এবার যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চার চীনা কর্মকর্তার বিরুদ্ধে একই বিধিনিষেধ আরোপ করে বাইডেন প্রশাসন।
উইঘুর ইস্যুতে বেড়েই চলেছে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনা। বেশ কিছুদিন ধরেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দেশ দুটি। এরই মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন কর্মকর্তারা হলেন, ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান নাদিন মায়েনজা, ডেপুটি চেয়ারম্যান নুরি টুরকেল, সদস্য অনুরিমা ভারগাভ ও জেমস কার।
বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান বলেন, শিনজিয়াং প্রদেশে তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চার চীনা কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদেই চার মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া শিনজিয়াং ইস্যুটিকে চীনের অভ্যন্তরীণ বিষয় বলেও আখ্যা দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সংবাদ সম্মেলনে ঝাও লি জিয়ান আরও জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন কর্মকর্তারা চীনের মূল ভূখণ্ড, হংকং ও ম্যাকাউ সফর করতে পারবেন না। চীনে থাকা তাদের যে কোনো সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
চীনা কর্মকর্তাদের নিষিদ্ধ ঘোষণা করার আগে উইঘুর মুসলিমদের হত্যা, নির্যাতন ও জোরপূর্বক শ্রমের অভিযোগে শিনজিয়াং প্রদেশ থেকে পণ্য না কেনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে মুসলিম নির্যাতনের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। সূত্র রয়টার্স ও বিসিসি।